
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ভোটারের সংখ্যা পৌনে ১৩ কোটি ছাড়িয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে চূড়ান্ত ভোটার তথ্য তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩৪ জন।
পুরুষ ও নারী ভোটারের ব্যবধান বর্তমানে ১৯ লাখ ৩৫ হাজার ৮৬৫ জন। নির্বাচনের দিনই সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে।
ইসি সচিব জানান, এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার হালনাগাদ ভোটার তালিকা ২ মার্চ চূড়ান্ত করা হয়। এরপর দ্বিতীয় ধাপে ঘরে ঘরে গিয়ে তালিকা হালনাগাদ করা হয়েছে, যা আগস্টে সম্পন্ন হয়। সর্বশেষ তৃতীয় দফায় নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করার সময় দেওয়া হয় ৩১ অক্টোবর পর্যন্ত।
চূড়ান্ত সংযোজনের পর, ১ নভেম্বর ঘোষিত ১২,৭৬,১২,৩৮৪ জন ভোটারের মধ্যে নতুন অন্তর্ভুক্ত হন ৮২,৭৯৯ জন। এর ফলে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৭৬,৯৫,১৮৩ জনে।
মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ভোটার সংখ্যা ৩.২০% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ২.২৯% এবং নারী ভোটার বেড়েছে ৪.১৬%।
নির্বাচনের জন্য নবম সংসদ নির্বাচনের সময় থেকে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়েছিল। পরে হালনাগাদকালে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত ও মৃতদের বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।



