এবার বিজয় দিবস ক্রিকেট খেলবেন বর্তমান ক্রিকেটাররা

জাতীয় দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্ট খেলায় ব্যস্ত। তাতে কি? বিজয় দিবস উপলক্ষে বরাবরের মত এবারো প্রীতি ক্রিকেট ম্যাচ হবে। শুক্রবার বিজয় দিবসের দিন শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।
তবে বরাবরের মত বিজয় দিবস ক্রিকেটে সাবেক ক্রিকেটাররা অংশ নিচ্ছেন না। এবার এই ম্যাচে অংশ নিচ্ছেন বর্তমান সময়ের ক্রিকেটাররা।
সকাল ১০টায় হোম অব ক্রিকেটে শুরু হবে শহীদ জুয়েল একাদশ আর শহীদ মোশতাক একাদশের প্রীতি ম্যাচ।
আজ বৃহস্পতিবার বিকেলে দুই দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। টেস্ট দলের বাইরে থাকা প্রায় সব প্রতিষ্ঠিত পারফরমারই আছেন এই দুই দলে।
শহীদ জুয়েল একাদশে রয়েছেন : মোহাম্মদ মিঠুন, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, জিয়াউর রহমান, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাসির হোসেন, আলাউদ্দীন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, রিশাদ হোসেন।
শহীদ মোশতাক একাদশে রয়েছেন : আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, সাইফউদ্দীন, আকবর আলী, রাকিবুল হাসান, সৈকত আলী, ফজলে মাহমুদ রাব্বি, সাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পটোয়ারি, তানজিদ হাসান, আশিক উর রহমান, রিপন মন্ডল, নাইম হাসান।