আন্তর্জাতিকসাহিত্য ও বিনোদন

এবার বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃণমূল ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে শ্রাবন্তীকে।হটাৎ করেই বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শহরের পাঁচ তারকা হোটেলে কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেন শ্রাবন্তী।

এ সময় শ্রাবন্তী বলেন, ‘ আমার নতুন পথ চলা শুরু হল। আমি আপ্লুত, মোদীজির অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ। সোনার বাংলা গড়ার সঙ্গেই সমগ্র দেশের জন্য কিছু করতে চাই।’

হঠাৎ কেন জোড়া-ফুল ও মুখ্যমন্ত্রীর প্রতি মোহভঙ্গ হল তার? জবাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, মোহভঙ্গের কোনও বিষয় নেই। তবে মনে করছি বিজেপিই প্রকৃত পরিবর্তন আনতে পারে। তাই মোদীজির অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম।

Related Articles

Leave a Reply

Back to top button