বিনোদনসাহিত্য ও বিনোদন

এবার বলিউডে পা রাখতে যাচ্ছে রাবিনার মেয়ে

খুব শিগগির বলিউডের জগতে এবার নাম লেখাতে যাচ্ছেন রাবিনা টেন্ডনের মেয়ে রাশা। খবর: হিন্দুস্তান টামইস।

জানা গেছে, অভিষেক কাপুরের একটি ছবিতে তাকে দেখা যেতে চলেছে আগামী দিনে। এই বছরের গ্রীষ্মকালে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

অভিষেক কাপুর তার আগামী ছবির জন্য রাশাকে সাইন করিয়েছেন। তবে কী গল্প, কোনো গল্পে দেখা যাবে তাকে সেসব জানা যায়নি। কিন্তু জানা গেছে অজয় দেবগনের ভাইপো অমন দেবগনকে দেখা যাবে এই ছবিতে রাশার বিপরীতে।

জানা গেছে, অজয়কেও এই ছবিতে দেখা যাবে। তিনি এই ছবিতে একদমই একটি অদেখা লুকে ধরা দেবেন।

অমনকে নিয়ে ইতোমধ্যে বলি পাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। এখন সব নজর পড়েছে রাশার দিকে। তার অভিনয়ের দক্ষতা দিয়ে তিনি কতটা সবার মন কাড়তে পারেন এখন সেটিই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Back to top button