বিনোদুনিয়া

এবার বঙ্গবাজার পোড়া কাপড় কিনলেন বুবলী ও মিম

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় বিদ্যানন্দের প্রচেষ্টায় এগিয়ে এলেন দুই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলী।

১ লাখ টাকায় একটি লুঙ্গি কিনে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সামর্থ্যবান সবাইকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছিলেন।

এরপর বুবলী ও মিম আগুনে পোড়া কাপড় কিনে বিদ্যানন্দের ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন।

বুধবার ফেইসবুকে বুবলী লিখেছেন, “বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দ – Bidyanondo কাছ থেকে। যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে।”

মিম ১০০ কাপড়ের দামে একটি জামা কিনেছেন জানিয়ে বিদ্যানন্দ তাদের ফেইসবুক পাতায় লিখেছে, “চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে। জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।

Related Articles

Leave a Reply

Back to top button