আন্তর্জাতিক

এবার পুতিনের মেয়ের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

শুক্রবার (৮ এপ্রিল) রুশ প্রেসিডেন্টের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভার সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বরিস জনসন সরকার।

এর আগে ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর নৃশংসতার চিত্র সামনে আসার পর গত বুধবার যুক্তরাষ্ট্রের ঘোষিত সর্বশেষ দফা নিষেধাজ্ঞার নিশানা হন মারিয়া এবং ক্যাটেরিনা।

পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ের ওপরও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাজ্যও একইভাবে ল্যাভরভের মেয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ল্যাভরভের মেয়ের ভ্রমণ নিষিদ্ধ এবং সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button