এবার নেট দুনিয়ায় উত্তাল বিপাশা’র বেবি বাম্পের ‘বোল্ড’ ছবি

বলিউড অভিনেত্রী বিপাশা বসু বিয়ের অর্ধযুগ পর মা হতে যাচ্ছেন। আপাতত সন্তান আগমনের অপেক্ষায় দিন কাটছে বিপাশা-করন সিং গ্রোভার দম্পতির। আড়াই মাস আগে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন বিপাশা। সেই ছবি নিয়ে বেশ চর্চা হয়েছে নেটদুনিয়ায়। এবার ফের বেবি বাম্পের ‘বোল্ড’ ছবি প্রকাশ করলেন এই নায়িকা।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বিপাশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। তাতে দেখা যায়, সোনালি রঙের একটি ঢিলেঢালা পোশাক পরে আছেন বিপাশা। খোলামেলা পোশাক হওয়ায় স্পষ্ট তার বেবি বাম্প।
বিপাশা ছবির ক্যাপশনে লিখেছেন, সব সময় নিজেকে ভালোবাসুন। যে শরীরে আপনার বাস, তাকে ভালোবাসুন।
এই ছবিটি প্রকাশের পর নেটমাধ্যমে অনেকে তার সুস্বাস্থ্য কামনা করেছেন। তবে নেটিজেনদের অনেকে হবু মা বিপাশাকে বোল্ড লুকে দেখে নেতিবাচক মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন তারা।



