ক্রীড়াঙ্গন

এবার ক্ষোভ ঝারলেন মিষ্টি জান্নাত!

কদিন ধরেই কিক্রেটার নাসির হোসেন ও তামিমার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা চলছে।
ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা নিয়ে ব্যাপক চটেছেন মিষ্টি। এ নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন তিনি।

মিষ্টি জান্নাত লিখেন, ‘সাকিব-নাসিরদের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া করাতে কি আনন্দ আছে তা খুঁজে পাচ্ছিনা। পৃথিবীর আর কোনো দেশে এমন আছে কিনা জানিনা, যারা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে এতো সময় ব্যয় করে ও মজা পায়।’

তিনি বলেন, ‘অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে যত সময় ব্যয় করেন এর অর্ধেক সময় নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি এবং এই জাতি দুই,ই অনেক দূর এগিয়ে যাবে। কেউ খারাপ কিছু করলে ওইটার জন্য কোর্ট কাচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। বিচার আচার আপনি আমি না করলেও চলবে।

Related Articles

Leave a Reply

Back to top button