আন্তর্জাতিক

এবার ইরানে হামলা চালাল পাকিস্তান

এবার ইরানে হামলা চালালো পাকিস্তান। গতকাল বুধবার রাতে এসব হামলা চালানো হয়। এর আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের বিমান হামলা পর দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এরমধ্যেই এই ঘটনা ঘটল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়, পাকিস্তান বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বেলুচিস্তান লিবারেশন আর্মি নামের দুটি বিচ্ছিন্নতাবাদী দলের ওপর হামলা চালিয়েছে।
এর আগে ইরান  মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
পরে পাকিস্তানের পক্ষ ইরানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে হামলার নিন্দা জানানো হয়। এ কারণে গুরুতর ফল ভোগ করা লাগতে পারে বলেও সতর্কবার্তা দেয় ইসলামাবাদ।
জৈশ আল-আদলকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে ইরান। এ সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। তারা সম্প্রতি ইরানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button