স্পোর্টেইনমেন্ট

এবারো জামিন মেলেনি শাহরুখ পুত্র আরিয়ানের

মাদক মামলায় এবারোও জামিন পেলেন না  শাহরুখ পুত্র আরিয়ান খান।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা এখন মুম্বাই হাইকোর্টে। বুধবার (২৭ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো আদলতে জামিন শুনানি চলে। কিন্তু এদিনও জামিন পেলেননা আরিয়ান। আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটা পর্যন্ত আরিয়ানের মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি ।

আরিয়ানের হয়ে মুম্বাই হাইকোর্টে লড়ছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। এনসিবির পক্ষে রয়েছেন এএসজি অনিল সিং।

এদিন আরিয়ানের আইনজীবী আদালতে বলেন, গ্রেফতারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানাতে বেশকিছু জিনিসের উল্লেখ রয়েছে যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

উল্লেখ মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেফতার হন স্টারকিড। এরপর গত ২৫ দিন ধরে জেলে রয়েছেন আরিয়ান খান।

 

Related Articles

Leave a Reply

Back to top button