আন্তর্জাতিকলিড স্টোরি

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরবর্তী পরিচালক হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটের ভোটে প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভোটাভুটিতে ৫১টি ভোটের মধ্যে ৪৯টি প্যাটেলের পক্ষে পড়েছে। শুধু দুই রিপাবলিকান, সুসান কলিনস এবং লিসা মুরকোস্কি প্যাটেলের বিপক্ষে ভোট দেন। তার নিয়োগ এফবিআই পরিচালক হিসেবে ১০ বছরের জন্য কার্যকর হবে।

কাশ প্যাটেল একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। এফবিআই সমালোচক হিসেবে পরিচিত প্যাটেল তার দায়িত্ব গ্রহণের পর পুরো সংস্থাটিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Back to top button