![](https://newsnowbangla.com/wp-content/uploads/2019/09/20190906_002230.jpg)
আন্তর্জাতিক
এনআরসি নিয়ে বিধানসভায় প্রস্তাব আনছে বিরোধীরা।
এনআরসি নিয়ে ক্ষমতাসীন বিজেপিকে কোণঠাসা করতে বিধানসভায় যৌথ প্রস্তাব আনতে যাচ্ছে সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।
শুক্রবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে এই প্রস্তাব আনা হতে পারে। ৩১ আগস্ট আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর ১৯ লাখ মানুষের নাম বাদ পড়ে। বিষয়টি নিয়ে আলোচনার দাবি তোলে বামফ্রন্ট এবং কংগ্রেস। গত দুইদিন ধরে এ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল তৃণমূল কংগ্রেস। বুধবার তারা রাজি হওয়ায় যৌথ প্রস্তাবের দিন শুক্রবার ঠিক করা হয়। এর আগে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে, এনআরসির বিরোধিতায় ৭ ও ৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ করবে তারা।