Leadঅপরাধ-আদালত

এক সেমিস্টার ফি’র আড়ালে পাচার ৪০০ কোটি!

ঢাকা : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক ছেলে-মেয়ে বিদেশে পড়াশোনা করতে যায়। এক কেসে দেখা গেছে, ছেলের একটি সেমিস্টারের টিউশন ফি হিসেবে ৪০০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মানিলন্ডারিংটা কীভাবে হয়েছে দেখেন। তবে তদন্তের স্বার্থে ব্যক্তির নাম প্রকাশ করছি না আমরা। কতটা ইনোভেটিভ প্রক্রিয়ায় টাকা পাচার হয়েছে।

আমরা জানতাম ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে, ব্যাংকিং সিস্টেমে বা হুন্ডির মাধ্যমে টাকা চলে গেছে। কিন্তু দেখা গেছে, কিছু কিছু জায়গায় লুপ হোল খুঁজে ৪০০ কোটি…। পৃথিবীতে কারও টিউশন ফি ৪০০-৫০০ কোটি টাকা আছে?

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন প্রেস সচিব। এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্সের সভায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই পাচার করা টাকা উদ্ধারের জন্য তৎপর ছিল। প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বলে আসছেন, এটা বাংলাদেশের মানুষের টাকা। আমাদের টপ প্রায়োরিটির ভেতরে থাকবে এটা। বর্তমান সরকারের ফোকাস ছিল, পাচার করা টাকা কীভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়।

তিনি বলেন, পাচার করা টাকা ফেরত আনার প্রচেষ্টা কতদূর এগিয়েছে সে বিষয়ে আজ একটা মিটিং হয়। মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা নিজে। মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। পাচার করা টাকা কীভাবে আনা যায়, সেটা ত্বরান্বিত করার জন্য খুব শিগগিরই একটা বিশেষ আইন করা হবে। আগামী সপ্তাহের মধ্যে আপনারা এ আইনটা দেখবেন।

তিনি প্রেস সচিব বলেন, প্রচুর ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলছে। ল ফার্মের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করতে এ আইনটা সাহায্য করবে। ইতোমধ্যে আমরা ২০০টা ল ফার্মের সঙ্গে কথা বলেছি। তবে এখনও সিলেকশন হয়নি। একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। ৩০টার মতো ল ফার্মের সঙ্গে অ্যাগ্রিমেন্টে যাবো। সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, এগুলো বাংলাদেশের মানুষের টাকা। যত দ্রুত টাকা ফেরত আনা যায়, এটার বিষয়ে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে। ঈদের পর আরেকটা মিটিং ডেকেছেন তিনি। এ বিষয়ে এখন থেকে প্রতি মাসে মিটিং হবে বলে জানান প্রেস সচিব।

তিনি আরও বলেন, যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, সেটা কতটুকু হয়েছে? আমরা যতটুকু জেনেছি, এ বিষয়ে বিস্তারিত জানান জন্য বলেছেন প্রধান উপদেষ্টা।

Related Articles

Leave a Reply

Back to top button