এক নাটকে তিন ক্রিকেট তারকা

২২ গজের ৩ তারকা এবার একসঙ্গে টেলিভিশনের পর্দায়।
আজ মঙ্গলবার থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন সিক্স’। তারিক মুহাম্মাদ হাসান পরিচালিত এ নাটকের বিশেষ তিনটি চরিত্রে দেখা যাবে তিন ক্রিকেট তারকাকে।
নির্মাতা তারিক মুহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন, ‘নাটকের চরিত্রগুলোতে চমক রাখার জন্য গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে বেছে নিয়েছি। এতে জাভেদ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আশরাফুল। জাহান চরিত্রে জাহানারা আলম। এবং কোচ শাহেদ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন নব্বই দশকের ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত।’
নাটকের বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে যাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দকে।
মঙ্গলবার (৯ আগষ্ট) থেকে সপ্তাহে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০ টায় প্রচার হবে নাটকটি। এরপর প্রতি প্রকাশ করা হবে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে।