জাতীয়

এক কোটি ৪৫ লাখ লিটার ভোজ্যতেল কিনছে টিসিবি

এক কোটি কার্ডধারী পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রয়ের জন্য ১ কোটি ৪৫ লাখ লিটার ভোজ্যতেল ক্রয়ের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

দুই ক্যাটাগরির ভোজ্যতেল ক্রয়ে মোট ব্যয় হবে ২৩১ কোটি ৫৯ লাখ টাকা। বুধবার অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য টিসিবির সয়াবিন তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ২৬ কোটি ৪০ লাখ লিটার। এর বিপরীতে এ পর্যন্ত মোট ৩ কোটি ৫০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের চুক্তিপত্র সম্পাদন করা হয়েছে। এ অবস্থায় সংস্থার চলমান ক্রয় পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আরও ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুই লিটার পেট বোতলে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে গত ২৫ আগস্ট স্থানীয়ভাবে উন্মুক্ত জরুরি দরপত্র (জাতীয়) আহ্বান করা হয় এবং দুটি দরপত্র জমা পড়ে। দুটি দরপত্রই রেসপন্সিভ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে সিটি এডিবল অয়েল লিমিটেড। অগ্রিম আয়কর, মূসক ও টিসিবির গুদামে পরিবহনসহ প্রতি লিটার সয়াবিনের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে ১৬০ টাকা ৩০ পয়সা। সে হিসাবে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে মোট ব্যয় হবে ১২৮ কোটি ২৪ লাখ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button