এক ওভারে ৫ উইকেট নিয়ে প্রিয়ান্দানার ইতিহাস

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। ২৮ বছর বয়সী এই বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যক্তি হিসেবে এই অবিশ্বাস্য কীর্তি সম্পন্ন করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে প্রিয়ান্দানা এই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেন। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বলভিত্তিক পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন নজির আর কেউ সৃষ্টি করেনি।
উদয়না ক্রিকেট মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ইন্দোনেশিয়া এবং নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করে। জবাবে কম্বোডিয়া ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১০৬ রান তুললেও ১৬তম ওভারে প্রিয়ান্দানা এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
প্রথম বলেই তিনি উইকেট নেন। পরের দুই বলেও একই দৃশ্য, যার মাধ্যমে হ্যাটট্রিক সম্পন্ন হয়- শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনককে পরপর আউট করেন। চতুর্থ বলটি ডট হয়, এরপর পঞ্চম ও ষষ্ঠ বলেই মংদারা সক ও পেল ভেনাকের উইকেট নেন। মাঝে একটি ওয়াইড থেকে আসে এক রান। এক ওভারে পাঁচ উইকেট নেওয়ায় কম্বোডিয়ার ইনিংস শেষ হয়ে যায়।
এই কীর্তি ম্যাচের ভাগ্যও নির্ধারণ করে। ইন্দোনেশিয়া কম্বোডিয়াকে ৬০ রানের ব্যবধানে হারায়। ব্যাটিংয়ে প্রিয়ান্দানা ওপেনার হিসেবে ১১ বলে ৬ রান করেন, তবে ওপেনিং সঙ্গী ধর্ম কেসুমার ৬৮ বলে ১১০ রান করে ম্যাচের জয় নিশ্চিত করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া নজির এবারই প্রথম। ঘরোয়া টি-টোয়েন্টিতে এর আগে এমন ঘটনা দু’বার ঘটেছে- বাংলাদেশের আল-আমিন হোসেন ও ভারতের অভিমন্যু মিঠুনের মাধ্যমে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ১৪ বার ঘটেছে, যার মধ্যে ২০১৯ সালে লাসিথ মালিঙ্গার নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নেন। প্রিয়ান্দানা এবার সবাইকে ছাড়িয়ে গেছেন।



