
একে অপরের প্রতিচ্ছবি হয়ে সুষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে
সবাইকে সবার জন্য এগিয়ে আসতে হবে এবং একে অপরের প্রতিচ্ছবি হয়ে কাজ করলে সুষ্ঠ সমাজ প্রতিষ্ঠা সম্ভব ওলে জানিয়েছেন সোশ্যাল নেট জগতে আলোচিত ব্যক্তি এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী।
সম্প্রতি, সংযুক্ত আরব আমিরাতে, এক মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে এই কথা বলেন ফারাজ করিম চৌধুরী।
এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরীর দুবাই সফরে আসা উপলক্ষে রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভা জলফিকার উসমানের সভাপতিত্বে ও কাজী ওমর গনির সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুত্র ফারাজ করিম।
এ সময় আবুল কাশেমের শুভেচ্ছা বক্তৃতার মাধ্যমে কমিউনিটির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভা শেষে, উপস্থিত প্রবাসীরা রাউজান ছাড়াও হাটহাজারী ও ফটিকছড়ির এলাকায় তাদের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার হচ্ছে বলে উল্লেখ করেন। জানান, কারো জমি-জামা বেদখলও হয়েছে। সেসঙ্গে তার কাছে এসবের প্রতিকার ও ন্যায্য বিচার দাবি করেন প্রবাসীরা।