ক্রীড়াঙ্গন

একাদশ ঘোষণা করল পাকিস্তান

মুলতানে আজ বুধবার (৩০ আগস্ট) পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। তবে এবার আগে ভাগেই এক বিরল নজির গড়ল আয়োজক পাকিস্তান। হঠাৎ ম্যাচের আগের দিনই তারা প্রকাশ করেছে একাদশ।
নিজেদের অফিশিয়াল সামাজিক মাধ্যমে মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে, বাবরের নেতৃত্বাধীন একাদশ প্রকাশ করেছে তারা।
সাধারণত সাদা পোশাকের অ্যাশেজ সিরিজে ম্যাচের আগের দিন একাদশ প্রকাশের নজির থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে তেমনটা দেখা যায় না। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত টসের সময়ই ম্যাচের একাদশ প্রকাশ করা হয়। কিন্তু ভিন্ন পথে হাঁটলো পাকিস্তান। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টেই কিনা ম্যাচের আগের দিনই একাদশ প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
পাকিস্তান একাদশে রয়েছে বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

Related Articles

Leave a Reply

Back to top button