বিশ্ব

একযোগে যুক্তরাজ্যের ৯ মন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক, দায়িত্ব নেয়ার পর পরই একে একে নয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছিলেন। খবর: বিবিসি।

পদত্যাগ করাদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। তিনিই প্রথম পদত্যাগ করেন।

এরপর, আইন ও বিচার মন্ত্রী ব্র্যান্ডন লুইসের পদত্যাগ করার ঘোষণা আসে। তার পদত্যাগের পর পদত্যাগ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী কিট মলথাউস, লেভেলিং আপ মন্ত্রী সিমন ক্লার্ক, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে, জুনিয়র মন্ত্রী ভিকি ফর্ড এবং কল স্মিথ।

সবশেষে অলোক শর্মা মন্ত্রিত্ব ছাড়েন।

তাছাড়া চিপ হুইপের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ওয়েন্ডে মর্টেন। এমনকি টোরি পার্টি চেয়ারম্যান জ্যাক ব্যারিও পদত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button