আদালত

একদিন মানুষ জানবে সাবরিনা নিরপরাধ ছিল: সাবরিনা

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আদালত প্রাঙ্গণে ডা. সাবরিনা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমার কোনো প্রতিক্রিয়া নেই। একটা কথাই বলবো। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। একদিন মানুষ জানবে সাবরিনা নিরপরাধ ছিল। আমার আর কিছু বলার নেই।

রায়ের পর কাঠগড়ায় দাঁড়িয়েই উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বুঝতে পারছিলাম কী হবে, তবে এতটা হবে বুঝতে পারিনি।

রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে সাবরিনা বলেন, আমি জেকেজির চেয়ারম্যান ছিলাম না, এই সাজা কীভাবে হলো? আপিলের কথা তো পরে।

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে আজ (১৯ জুলাই) সাবরিনা ছাড়াও জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ মোট আট আসামির ১১ বছর করে কারাদণ্ড হয়। জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী নিজেকে নিরপরাধ মনে করছেন।

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

Related Articles

Leave a Reply

Back to top button