জাতীয়
একতারা প্রতীকে লড়বেন হিরো আলম

অবশেষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘একতারা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার একদিন পর বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম হিরো আলমকে প্রতীক বরাদ্দ দেন।
এসময় হিরো আলম বলেন, অনেক যুদ্ধ করে প্রার্থিতা ফিরে পেতে হয়েছে। আমি অভিনয়ের মানুষ। তাই একতারা প্রতীক পেয়ে খুশি আমি। গত নির্বাচনে আমার লোক কম থাকায় তারা হামলা করেছিল। তবে এবার লোক বেশি। হামলা হলে পাল্টা হামলা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমি আশাবাদী নির্বাচন সুষ্ঠু হবে। এ ছাড়া সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেবেন বলে আমি নিশ্চিত।