রাজকূট

‘একটি ভালো নির্বাচনের জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে’

১২ দলীয় নেতা ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, একটি ভালো নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৭টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের প্রতিবাদে ১২ দলীয় জোট কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। মানুষ এখন অনেক সচেতন। প্রশাসন, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশে সকল পর্যায় লুটপাটের আখড়ায় পরিণত করেছিল।
তিনি বলেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কৃষকদের কোন ডাটাবেজ নেই। ভবিষ্যতে এটা তৈরি করে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা হবে। দেশের প্রায় এক কোটি প্রতিবন্ধীকে নানাভাবে সহায়তার মাধ্যমে সমাজ ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা হবে। দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে  কাজ করতে হবে।
৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার সময়। যে বাংলাদেশের স্বপ্ন দেখেন ১৮ কোটি জনতা। যে বাংলাদেশে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের কারণে কোনো মানুষের মধ্যে পার্থক্য করা হবে না-এমন বাংলাদেশই আজ মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্য ১৮ কোটি মানুষ যে ব্যক্তির দিকে তাকিয়ে আছে তিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সবাই গত ১৬ বছরে তারেক রহমানের সহযাত্রী ছিলেন বলেই শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড জাহিদ রহমান। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান জনাব মোস্তফা জামাল হায়দার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান জনাব এহসানুল হুদা, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মহিউদ্দিন ইকরাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম খোকন, আক্তারুজ্জামান, মো. আনিসুর রহমান ঢাকা মহানগর সভাপতি জনাব মাইদুল ইসলাম আসাদ ও শ্রমিক নেতা আব্দুল জলিল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button