একই গাড়ি বার বার বেচে কোটিপতি ইউপি চেয়ারম্যান!

অভিনব এ পন্থায় অন্তত ৩০০ জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বন্দর থেকে স্বল্পমূল্যে গাড়ি কিনে দেওয়ার আশ্বাসে বিভিন্নজনের কাছ অর্থ নিয়েছেন জাকির হোসন নামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বুধবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লার মেঘনা থানা এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান নানান চাঞ্চল্যকর তথ্য।
বলেন, টাকা নিয়ে একই রেজিস্ট্রেশন নাম্বারের গাড়ি জাল দলিলের মাধ্যমে বিক্রি করতেন বার বার। আবার সেসব গাড়ি রেন্ট এ কারের মাধ্যমে মাসিক ভাড়ায় দিতে করতেন আলাদা চুক্তি। এর বাইরে বিভিন্নজনের কাছ থেকে পুরো টাকা নিয়ে কখনো কখনো গাড়ি কিনতেন ডাউন পেমেন্টে, আবার কাস্টমারকে না জানিয়েই নিতেন ব্যাংক লোন।
তিনি আরো বলেন, চেয়ারম্যান জাকির কয়েকজন এমপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার কাছ থেকে টাকা নিয়েছেন গাড়ি কিনে দেওয়ার কথা বলে। তাদের সঙ্গে রেন্ট-এ কারে চুক্তিও করেন তিনি। সেই অনুযায়ী প্রতিমাসে ঠিকই টাকা দিয়েছেন। এতে করে তাকে বিশ্বাস করেছেন সবাই।
এই বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগিয়ে জাকির প্রায় ৩০০ লোককে প্রতারিত করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, গত ৭ সেপ্টেম্বর ডিএমপির মুগদা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। পরে ডিবি তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম মামলাটির ছায়া-তদন্ত শুরু করে। তদন্তকালে এসব তথ্য জানা যায় বলে জানান তিনি।



