ক্রীড়াঙ্গন

এইচএসসি পাশ করা নারী ফুটবলাররা

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ (৮ ফেব্রুয়ারি) বুধবার।
আর এইচএসসির এই ধাপ পার হয়েছেন জাতীয় ফুটবলের ৩ নারী ক্রিড়াবিদ।
জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, ঋতু পর্ণা চাকমা। এই তিন ফুটবলার এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আঁখি ও ঋতু এ গ্রেড (৪.০০ তদূর্ধ্ব) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পাশ করেছেন শামসুন্নাহারও।
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলছেন রেহানা। এইচএসসি পাশ করেছেন তিনিও। তার ফলাফলও এ গ্রেড। নেপালে সিনিয়র সাফ স্কোয়াডে ছিলেন সাজেদা। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া এই ফুটবলারও কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এদিকে, পুরুষদের লিগে বসুন্ধরা কিংসের শেখ মোরছালিন আহমেদও জিপিএ-৫ পেয়েছেন। গত মৌসুমে তিন বছরের চুক্তিতে মোহামেডান থেকে কিংসে আসেন ফরিদপুর থেকে উঠে আসা এই তরুণ ফুটবলার। বর্তমানে দেশের প্রতিশ্রুতিশীল ফুটবলারের মধ্যে মোরছালিন অন্যতম।

Related Articles

Leave a Reply

Back to top button