
ঋষি সুনাককে প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন রাজা চার্লস
রাজা চার্লস, ঋষি সুনাকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন।
মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে, বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস রাজার সঙ্গে সাক্ষাৎ করে তার পদত্যাগপত্র জমা দেন।
এদিকে, রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়া প্রথম ব্যক্তিও তিনি। অর্থাৎ, রানি দ্বিতীয় এলিজাবেথ পরবর্তী যুগে শপথ নেয়া প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক।
বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জাতির উদ্দেশ্যে প্রথমবারের মত ভাষণ দেন সুনাক।
ভাষনে তিনি তার পূর্বসূরি লিজ ট্রাসের রেখে যাওয়া ভূল গুলো ঠিক করার চেষ্টা এবং গভীর অর্থনৈতিক সংকট মোকাবেলা করে রাজনীতিতে বিশ্বাস পুনরুদ্ধার করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সুনাক বলেন, আমি আমার পূর্বসূরি লিজ ট্রাসকে শ্রদ্ধা জানাতে চাই, কিন্তু কিছু ভুল হয়েছে। লিজ ট্রাস এ দেশের অর্থনৈতিক লক্ষ্যে কাজ করা ভুল ছিল না। আমি তার প্রশংসা করি, কেননা তার কোনও অসৎ উদ্দেশ্য ছিলোনা।
তিনি আরও বলেন, আমি আমার দলের নেতা এবং আপনার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, সেগুলো ঠিক করার জন্য এবং সেই কাজটি অবিলম্বে শুরু হবে। আমি এই সরকারের এজেন্ডার কেন্দ্রে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা রাখব। এর অর্থ কঠিন সিদ্ধান্ত আসতে পারে যার জন্য সকরকে প্রস্তুত থাকতে হবে।
এর আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড় থেকে প্রতিদ্বন্দ্বিরা প্রার্থিতা প্রত্যাহার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত সুনাক।
সোমবার এক টুইটে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট। সোমবার ব্রিটেনের স্থানীয় সময় ২টার ঠিক আগ মুহূর্তে পেনি মর্ডান্ট নাম প্রত্যাহার করার পরে সুনাকই ছিলেন একমাত্র প্রার্থী।

