অর্থ বাণিজ্য

ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আমার নির্দেশ দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরণের ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধায় ঋণ পাওয়ার পর খেলাপি হলে ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে।

২৩ ফেব্রুয়ারী, সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে ৬ শতাংশে আমানত সংগ্রহে কোন বাধ্যবাধকতা রাখা হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প, সেবা ও ব্যবসা খাতের উৎপাদন বাড়াতে ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেড় বছরেরও বেশি সময় ধরে ঋণ-আমানতের নয়-ছয় সুদহার বাস্তবায়নের জন্য সরকার ব্যাংকগুলোকে চাপ দিয়ে আসছে। সরকারি ব্যাংকগুলো এ নির্দেশনা বাস্তবায়ন শুরু করলেও বেশিরভাগ বেসরকারি ব্যাংকই তা মানেনি।

Related Articles

Leave a Reply

Back to top button