আন্তর্জাতিকজাতীয়

উহান থেকে ২৩ বাংলাদেশিকে আনা হলো দিল্লিতে

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। চীনের উহান প্রদেশে এর উৎপত্তি। এর আগে করোনা ভাইরাসের কারণে উহান থাকে ৩১২ বাংলাদেশীকে বিশেষ বিমানে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয় হজ্ব ক্যাম্পে।

এবার, করোনা ভাইরাসের শনাক্তস্থল চীনের উহান থেকে ভারতীর বিশেষ ফ্লাইটে ২৩ বাংলাদেশিকে দিল্লিতে আনা হলো।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোনো এক সময়ে ভারতীয় অন্য নাগরিকদের সঙ্গে ওই ফ্লাইটে করে তাদের দিল্লিতে আনা হয়।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। তাদের এখন দিল্লির উপশহরে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও এ সংক্রান্ত পোস্টে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে উহান থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছয় শতাধিক ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button