জেলার খবর

উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে খুন হয়েছেন সাইফুল ইসলাম মন্ডল (৫২) নামের এক ব্যবসায়ী।

শনিবার (১১ নভেম্বর’) বিকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনকে আটক করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলামের বড় স্ত্রী নাসিমা খাতুন ও তার মেয়ে স্বপ্না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম ৫দিন পূর্বে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে তার সংসারে শুরু হয় অশান্তি। দ্বিতীয় বিয়ে নিয়ে বড় স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের ঝগড়া বিবাদ লেগে থাকতো।’

ঝগড়ার জের ধরে শুক্রবার রাতে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে তার স্ত্রী নাসিমা খাতুন আকস্মিকভাবে সাইফুলের মাথায় দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। আহত অবস্থায় রাতেই সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button