Leadঅপরাধ-আদালত

উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৯টার দিকে প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষপে করে পালিয়ে যান এক ব্যক্তি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এ সময় প্রবর্তনার সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তুও উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা বোতলে পেট্রোল ভরে আগুন ধরিয়ে ছুড়ে মারা হয়। এ ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

হাফিজুর রহমান বলেন, কে বা কারা এ পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার উপর থেকে বোতল জব্দ করা হয়। এ ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button