জাতীয়

উপজেলা নির্বাচনে ছেলের পক্ষে কাজ করায় শাজাহান খানকে চিঠি

আগামী ৮ মে অনুষ্ঠেয় মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান আসিব খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করায় তাকে এ চিঠি দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

সোমবার (৬ মে) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। এর আগে রোববার (৫ মে) বিকেলে মাদারীপুরের নতুন শহরের বাসভবনের শাজাহান খানের বাসভবনে এই চিঠি পৌঁছে দেয়া হয়।
বিভিন্ন সূত্র জানায়, মাদারীপুর-২ আসনের টানা ৮ বারের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান আসিব খান প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শাজাহান খানের চাচাতো ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান। নির্বাচনে এলাকায় থেকে কোন সংসদ সদস্য প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবে না, কমিশন এমন নীতিমালা থাকলেও তা অমান্য করে ছেলের পক্ষে প্রচারণায় কাজ করেন শাজাহান খান। এনিয়ে শাজাহান খানের চাচাতো ভাই রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে শাজাহান খান ছেলের পক্ষে নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন কর্মসূচি অংশ নেন। গোপনেও ইউনিয়ন পর্যায়ে একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 
এছাড়া চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান সংবাদ সম্মেলন করেও সাংবাদিকদের জানান।  তিনি বলেন, ১৫টিরও বেশি চিঠি দেয়া হয়েছে কমিশনে। একটিওর কোন ব্যবস্থা নেয়নি রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের এমন চুপ থাকাটা প্রশ্নবিদ্ধ। শাজাহান খানের লাঠিয়াল বাহিনী দিয়ে নির্বাচনের দিন ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এতে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা দেয়া দিয়েছে। এজন্য প্রশাসনের জোরালো ভূমিকা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Back to top button