ঢাকালিড স্টোরি

উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফরোজা, মহাসচিব তানিয়া

ঢাকা : নতুন বছরে নতুন কমিটি নিয়ে যাত্রা শুরু হলো নারীকেন্দ্রিক সংগঠন ‘উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের (ডব্লিউবিএফ)’। ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির প্রেসিডেন্ট পদে আফরোজা হেলেন ও মহাসচিব পদে তানিয়া শারমিন নির্বাচিত হয়েছেন।

গেল ১৩ জানুয়ারি ঢাকার পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে সংগঠনটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বাবুল হৃদয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও কবুতর উড়িয়ে শুরু হয় অভিষেক অনুষ্ঠান। এর আগে সদস্য ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নতুন মহাসচিব তানিয়া শারমিন।

উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট আফরোজা হেলেন বলেন, নারীরা আজ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তারা সাহস নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে। আমরা ছাত্র-জনতার আন্দোলনে সাহস নিয়ে রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, সফল হয়েছি। আমরা নারীরা সব পারি। ‘উইমেন বাংলাদেশ ফাউন্ডেশন’ নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে।

 

এর আগেই স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত মহাসচিব ও বিশিষ্ট রন্ধনশিল্পী তানিয়া শারমিন। তিনি বলেন, নারীরা এগোবে তার নিজের পরিচয়ে। সর্বক্ষেত্রে নারীদের দক্ষতা অর্জনে সার্বিক সহযোগিতা করবে ‘উইমেন বাংলাদেশ ফাউন্ডেশন’।

দিনব্যাপী অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি, নাচ-গান পরিবেশন ও খেলাধুলার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন তারা।

গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী মুন্নি, রিদয়ানা আফরিন সুমী ও নাদিরা মুক্তা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট রন্ধনবিদ আফলাতুন নাহার।

উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটি
আফরোজা হেলেন (প্রেসিডেন্ট), তানিয়া শারমিন (মহাসচিব), নাজমা বেগম (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), আফলাতুন নাহার (ভাইস প্রেসিডেন্ট) ও ফারজানা বাতেন (ভাইস প্রেসিডেন্ট)।

কাজল ইসলাম (অর্থ সম্পাদক) নাজনীন সুলতানা (সাংগঠনিক সম্পাদক), রিদওয়ানা আফরিন সুমি (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), হালিদা পারভীন (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), নাদিরা মুক্তা (সংস্কৃতি সম্পাদক), ইতি চৌধুরী (দপ্তর সম্পাদক), কল্যাণ সম্পাদক ফেরদৌসী সাবেকুন।

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন রোকেয়া বেগম, সুরাইয়া আক্তার রিংকু, আহমেদ শেফালি, ঝুমি শামানাজ, রেখা শিকদার ঝুমা, শিলা ইসলাম, তনি ও জুথি মাহমুদ।

Related Articles

Leave a Reply

Back to top button