জাতীয়

উইটসা অ্যাওয়ার্ড পেল এটুআইর দুই প্রকল্প ও ‘উই’

অ্যাস্পায়ার টু ইনোভেটের (এটুআই) দুটি প্রকল্প তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে ‘উইটসা অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) তথ্যপ্রযুক্তির অন্যতম বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি)’ তৃতীয় দিনে উইটসা অ্যাওয়ার্ড নাইটে এ পুরস্কার দেওয়া হয়। মালয়েশিয়ার কুচিং সারওয়াকের বর্নেও কনভেনশন সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এটুআইয়ের ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লইমেন্ট অ্যান্ড এন্ট্রপ্রেনারশিপ (এনআইসিই)’ প্রকল্পটি ইনক্লুশন অ্যাওয়ার্ড এবং ‘মুক্তপথ-এনশিউরিং ই-লার্নিং ফর অল’ প্রকল্পটি ই-এডুকেশন অ্যান্ড লার্নিং পুরস্কারে ভূষিত হয়েছে।

অন্যদিকে ‘উইম্যান ইন টেক’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে সম্মাননা অর্জন করেছে উইম্যান অ্যান্ড ই-কমার্স (উই)।

অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান সিন শিয়াহ, দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার (পিকম) চেয়ারম্যান অং চিন সিয়ংসহ অন্য অতিথিরা এ পুরষ্কার প্রদান করেন। এটুআই’র পক্ষে পুরষ্কার গ্রহণ করেন জিনিয়া জেরিন ও এলাভি জামান দিশা।

Related Articles

Leave a Reply

Back to top button