আন্তর্জাতিক

ঈদ উপলক্ষে প্রায় দুই হাজার বন্দীর সাজা মওকুফ করলেন ইরানের সর্বোচ্চ নেতা

ঈদ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ১ হাজার ৭শ’ ৬০ বন্দীর সাজা মওকুফ করেছেন।

শনিবার (২২ এপ্রিল) বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে দেশটিতেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর: পার্স টুডের।

এক প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) অসংখ্য বন্দির সাজার মেয়াদ কমিয়ে দেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ী। এছাড়া অনেক বন্দিকে মুক্তির নির্দেশ দেন তিনি।

সাজা মওকুফ ও মুক্তি পাওয়া বন্দীরা আদালত এবং ইসলামি বিপ্লবী ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ ট্রাইবুনালের বিচার কার্যক্রম পরিচালনা করে ইরানের সশস্ত্র বাহিনী।

এর আগে, এসব বন্দির মুক্তি অথবা সাজার মেয়াদ কমানোর বিষয়ে এক চিঠির মাধ্যমে সুপারিশ করেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজেয়ি।

ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশক্রমে সর্বোচ্চ নেতা কারাবন্দীদের মুক্তি কিংবা তাদের সাজার মেয়াদ কমানোর ক্ষমতা রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button