জাতীয়

ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) নিষ্ক্রিয় থাকায় কিছু কিছু স্থানে খুব সামান্য বৃষ্টি হচ্ছে। রোববার (১০ জুলাই) ঈদের দিনও আবহাওয়া মোটামুটি এমনই থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। রোদেলা আবহাওয়া থাকতে পারে। দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে।

ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে বলে জানান তিনি।

মনোয়ার হোসেন বলেন, কোরবানির দিন ভারি বর্ষণের আভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ১০ জুলাইয়ের পর বৃষ্টি বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button