
ঢাকা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ছুটি আরও এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন তারা।
প্রথমে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হলেও বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের লম্বা ছুটির সুযোগ তৈরি হলো।
কীভাবে হলো এই লম্বা ছুটি?
পূর্বঘোষিত ঈদের ছুটি শুরু ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছিল। তার আগের দিন ২৮ মার্চ শুক্রবার এবং একই দিনে পবিত্র শবে কদরের ছুটি থাকায় ছুটি কার্যত এক দিন এগিয়ে আসে।
ছুটির শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। কিন্তু নতুন সিদ্ধান্তে এই দিনও ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি, ফলে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাধারণ ছুটি রয়েছে। তবে ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকবে, তারপরই শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি।
তবে, সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ম হলো, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না। তবে অর্জিত ছুটি ও নির্ধারিত ঐচ্ছিক ছুটি নেয়ার সুযোগ রয়েছে।
ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠানের ছুটি কীভাবে হবে?
সরকারি ছুটির এই নিয়ম বাংলাদেশ ব্যাংক, জরুরি সেবা প্রতিষ্ঠান ও বিশেষ সংস্থাগুলোর জন্য প্রযোজ্য নয়। এসব প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইন অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।
দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী আছেন দুই লাখের বেশি। সাধারণত ঈদের সময় কিছু শাখা খোলা রাখা হয়। তবে এবারের ঈদে ব্যাংক খোলা থাকবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ব্যাংক।