বিনোদুনিয়া
ঈদে একসঙ্গে পাওয়া যাবে শাকিব-বুবলী

ঢালিউডের সফল জুটি শাকিব-বুবলী । সিনেমা সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমে নিশ্চিত করেছে, সবকিছু ঠিকঠাক থাকলে রোজার ঈদে মুক্তি পাবে এই জুটির ‘লিডার— আমিই বাংলাদেশ’ ছবিটি। এর আগে গেল ১৫ নভেম্বর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ‘লিডার—আমিই বাংলাদেশ’। বোর্ডের সদস্যরা সিনেমাটিকে বিনা কর্তনের ছাড়পত্র দেয়। সেই সঙ্গে প্রশংসা আদায় করে নেয় তপু খান পরিচালিত এই ছবি।
ছবিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেদিন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিব খান, শবনম বুবলী ও তপু খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর আড়াল থেকে প্রকাশ্যে আসেন বুবলী।
একই বছরের ২৫ মে রাজধানীর উত্তরায় ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। মাঝে শাকিব মার্কিন মুলুকে চলে যাওয়ায় লম্বা সময় ছবিটির কাজ বন্ধ ছিল। এ বছর কিং খান দেশে ফিরেই ছবিটির শুটিংয়ে অংশ নেন। বুবলীর সঙ্গে একটি গানের শুটিংয়ের মাধ্যমে শেষ করেন ছবিটি।
সামাজিক-অ্যাকশন গল্পের ছবিতে নির্মিত হয়েছে ‘লিডার—আমিই বাংলাদেশ’। এতে সমাজ ও দেশের জন্য ইতিবাচক বার্তা আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।