জাতীয়

ঈদের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ঈদুল ফিতরের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, রাজধানীর প্রায় সব জায়গায়
বিকেল ৫টার পর বৃষ্টি হয়েছে। বৃষ্টি বেশি সময় স্থায়ী না হলেও তাপমাত্রা কমাতে ভূমিকা রাখবে। ঈদের দিন শুধু রাজধানীতে বৃষ্টি হওয়ার সংবাদ পেয়েছি।
তিনি বলেন, সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে।
এর আগে গতকাল বৃহস্পতিবার টানা ১৯ দিনের তাপদাহ ও ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় বৃষ্টি নামে। বিকেল ৫টা ১৫ মিনিটে নামা বৃষ্টি রাজধানীকে ভিজিয়ে যায়। এরপর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button