ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

ঢাকা : চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এছাড়া লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
দীর্ঘ ৭ সাত বছর একসঙ্গে ঈদ উদযাপন করা হয়নি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের। তবে এবার এসেছে সেই সুযোগ। লন্ডনের চিকিৎসার কারণে ছেলের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন।
যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, এবার পুত্রের সঙ্গেই ঈদুল ফিতর উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মা-ছেলে কুশল বিনিময় করবেন বলেও আশা প্রকাশ করা হচ্ছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক বলেন, আমরা বিশ্বাস করি ম্যাডাম ঈদ এখানেই করবেন। আমরা আশা করবো যে তিনি সুস্থ থাকলে নেতাকর্মীদের সঙ্গে হয়তো কুশল বিনিময় করবেন।
তিনি আরো বলেন, ঈদের পরের সপ্তাহে বা এপ্রিলের ১৫ তারিখ অথবা আশেপাশে যেকোনো একটা তারিখে বেগম জিয়া দেশে যাবেন। উনার চিকিৎসকরাও সেভাবে চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-এক দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
এদিকে, পরিবারের সান্নিধ্যে বেগম জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বার্মিংহাম বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি জানান, দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।