করোনাজাতীয়

ঈদযাত্রায় করোনার সংক্রমণ রোধ ‘কঠিন চ্যালেঞ্জ’: কাদের

ফাইল ছবিঈদযাত্রায় করোনা ভাইরারের সংক্রমণ রোধ কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘প্রতিবছর সমন্বয়ের মাধ্যমে ঈদের সময় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে, আমরা পদক্ষেপ গ্রহণ করি এবং সকলের সহযোগিতায় বাস্তবায়ন করি। এবারও ঈদ সমাগত। তবে এবারের ঈদের সাথে যে চ্যালেঞ্জ যুক্ত হয়েছে তা হলো করোনার সংক্রমণ রোধের কঠিন চ্যালেঞ্জ, পাশাপাশি রয়েছে দেশের বন্যা পরিস্থিতি।’

সোমবার ( ২৭ জুলাই)  এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার জনগণের সুযোগ-সুবিধার সার্বিক  বিষয়টি বিবেচনা করে,  জনস্বার্থে গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এখন এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কীভাবে জনগণকে ঈদ যাত্রা সহযোগিতা করব তার কার্যকর কৌশলগুলো চিহ্নিত করে সবাই মিলে বাস্তবায়ন করবো।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বদিতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। এ বিষয়ে পুলিশ ট্রাফিক বিভাগসহ অন্যান্য সংস্থাসমূহকে গুরুত্বসহকারে দেখার নির্দেশ দেয়া হয়েছে। তা না হলে ঈদ যাত্রা অনেকের জন্য অন্তিম যাত্রার ঝুঁকি নিয়ে আসবে।’

সড়কমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফ্লাইওভারসহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখাও নির্দেশ দেন সড়কমন্ত্রী। টঙ্গী হতে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর-চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর-এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করতে হবে। তাহলে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে সড়ক জোনের উদ্যোগে। এ উদ্যোগ ট্রাফিক ম্যানেজমেন্টের সহযোগী হলে সফলতা। কোরবানির পরিবহন ধীরগতিতে চলে, পথিমধ্যে বিকল হলে তৈরি হয় যানজট। আবার সড়কে যে কোন গাড়ি বিকল হয়ে যেতে পারে। হতে পারে বৃষ্টি জনিত সমস্যা তাই আমি আগে থেকে র‍্যাকারসহ প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে পুলিশ বিশেষ করে হাইওয়ে পুলিশকে অনুরোধ করছি।’

ঈদের আগের ২দিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায় তাই বিজেএমই’র সাথে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button