অপরাধ-আদালত

ই-কমার্সে প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত পাবে কিভাবে: আপিল বিভাগের প্রশ্ন

ফারজানা আফরিন:

দেশের বিভিন্ন এমএলএম কোম্পানি ও ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগের পর আটকে থাকা টাকা গ্রাহকরা কিভাবে ফেরত পাবে, জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে-টু-ইউ সংক্রান্ত এক শুনানিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে বিচারপতি এম ইনায়েতুর রহিম দুদকের আইনজীবীর কাছে এ প্রশ্ন রাখেন।

এসময় দুদকের পক্ষে শুনানি করা সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খানের কাছে আদালত জানতে চান যে, ইউনিপে-টু-ইউ, ইভ্যালি, আলিশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা গ্রাহকরা ফেরত পাবেন কিভাবে? গ্রাহকদের তো টাকা ফেরত দিতে হবে। আদালত বলেন গ্রাহকরা নানানভাবে এই টাকা ম্যানেজ করে বিনিয়োগ করেন। কিন্তু প্রতিষ্ঠানকগুলো তাদের বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করে।

Related Articles

Leave a Reply

Back to top button