ক্রীড়াঙ্গন
ইয়েমেনের বিপক্ষে বড় পরাজয় বাংলাদেশের

এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ইয়েমেনের বিপক্ষে ০-৪ গোলে হেরেছে। সেই ফলাফল অনুযায়ী ইয়েমেন ই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে। ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রানারআপ হলো।
বাংলাদেশ প্রথমার্ধেই তিন গোল হজম করে।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করেছে। বিশেষ করে বাংলাদেশ গোল দিয়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে। ৬৭ মিনিটে বক্সের সামনে বল পেয়েও বাংলাদেশ গোল করতে পারেনি। ৭৪ মিনিটে কর্নার থেকে আরেকটি গোলের সুযোগ মিস করে বাংলাদেশ।
বাংলাদেশ গোল মিস করলেও ইয়েমেন করেনি। ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি ফুটবলার মোহাম্মদ আমির।
কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ১০ গ্রুপের মধ্যে সেরা ৬ রানারআপ হয়ে চূড়ান্ত পর্ব খেলা অনেকটা কঠিনই হয়ে পড়ল বাংলাদেশ দলের জন্য।