জাতীয়

ইসির ‘সফলতায় সন্তুষ্ট’ রাষ্ট্রপতি: ইসি হাবিব

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের নির্বাচন পরিচালনার ‘সফলতায়’ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান কমিশনের সৌজন্য সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

নতুন রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান কমিশনের সাথে এটিই ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ। এর আগে, বঙ্গভবনে দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন সাক্ষাৎ করেন।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘আমরা রাস্ট্রপতিকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করার জন্য গিয়েছিলাম। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।’

কাজী হাবিবুল আউয়াল কমিশনের ১৬ মাসের কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা কয়টা নির্বাচন পরিচালনা করেছি এবং কীভাবে করেছি এবং আমাদের যে সাকসেস স্টোরি, সেটাও উনাকে বলেছি। মহামান্য রাষ্ট্রপতি তাতে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

এ কমিশনের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ছয় শতাধিক নির্বাচন করেছে এ কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button