জাতীয়লিড স্টোরি

ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়েছে ১৩টি রাজনৈতিক দল

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল ২২টি রাজনৈতিক দলের সাথে প্রথম পর্বের সংলাপ। তবে এতে অংশ নিয়েছে আওয়ামী লীগসহ গণফ্রন্ট, তৃণমূল বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

এলডিপি, বিজেপি এবং কল্যাণ পার্টি এই সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এছাড়া সিদ্ধান্ত জানায়নি আরও ৩টি রাজনৈতিক দল।

বিকেল ৩টায় বিএনপি, জাতীয় পার্টিসহ আরও ২২টি রাজনৈতিক দলের ২জন করে প্রতিনিধির সাথে ইসির সংলাপের কথা রয়েছে। যদিও বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এই সংলাপ প্রত্যাখ্যান করেছে।

গত বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্র পাঠানো হয় নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে।

Related Articles

Leave a Reply

Back to top button