রাজকূট
ইসিতে আয়-ব্যয়ের রিপোর্ট জমা দিয়েছে বিএনপি

আয়-ব্যয়ের রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৮ জুলাই) আয় ব্যয়ের এই রিপোর্ট জমা দেয় দলটি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এটা জমা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও হিসাব রক্ষক মোঃ ওমর ফারুক।
বিএনপির দেওয়া ২০২১ সালের আয় ব্যয়ের হিসেবে উল্লেখ করা হয়েছে, জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, সদস্য ফরম, নমিনেশন ফরম, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান এবং ব্যাংকের এফডিআর হতে এক বছরে দলের মোট আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪টাকা।