আন্তর্জাতিক

ইসরায়েলকে অস্ত্র দেওয়ার সময় মার্কিন জাহাজ আটক

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই দেশটিকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা। তেল আবিবকে অস্ত্রশস্ত্র দিয়েও সহায়তা করছে করছে তারা। অথচ খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই ইসরায়েলি হামলার বিরুদ্ধে জনমত গড়ে উঠছে। নেতানিয়াহু প্রশাসনকে যুদ্ধ বন্ধ করতে হোয়াইট হাউসের ওপর চাপ বাড়াচ্ছেন এসব বিক্ষোভকারী। এবার ইসরায়েলে অস্ত্র বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের বন্দরে একটি জাহাজ আটকে দিয়েছেন তারা। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির মধ্যেই শত শত বিক্ষোভকারী ওয়াশিংটনের টাকোমো বন্দরে বিক্ষোভ করেন। সে সময় তারা একটি মার্কিন সামরিক জাহাজ অবরুদ্ধ রাখেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জাহাজটিতে করে ইসরায়েলে অস্ত্রের চালান নিয়ে যাওয়া হচ্ছে। যা ব্যবহার করা হবে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর। তাই, বাধা দেওয়ার জন্য ছুটে এসেছেন তারা।
আল জাজিরা জানায়, জাহাজটিতে আসলেই সামরিক অস্ত্রশস্ত্র ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। পেন্টাগনের মুখপাত্র জেফ জার্গেনসেন বলেছেন, জাহাজটি প্রকৃতপক্ষে মার্কিন সামরিক কার্গো সরবরাহের জন্য ব্যবহৃত হয়েছিল। তবে নিরাপত্তার স্বার্থে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

Related Articles

Leave a Reply

Back to top button