আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যুক্ত হলো বলিভিয়া

ফিলিস্তিনে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তাতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বলিভিয়া। হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
মঙ্গলবার (৮ অক্টোবর) দক্ষিণ আমেরিকার এই দেশটি মামলায় যুক্ত হওয়ার আবেদন আইসিজেতে জমা দেয়। এর আগে কলম্বিয়া, লিবিয়া, স্পেন, মেক্সিকো, ফিলিস্তিন, নিকারাগুয়া ও তুরস্ক এই মামলায় যুক্ত হয়েছে।
গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। তাদের অভিযোগ, গাজা উপত্যকায় হামলা চালিয়ে ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে তেল আবিব। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
গত জানুয়ারি মাসে আইসিজে রায় দেয় যে গাজায় গণহত্যা প্রতিরোধ করতে ইসরায়েলকে নিজেদের ক্ষমতার সবকিছু করতে হবে এবং জাতিসংঘ নির্ধারিত তদন্তকারীদের গাজায় অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আদালতের এই অন্তর্বর্তী রায়কে ‘উদ্ভট’ বলে প্রত্যাখ্যান করেন। ঘোষণা দেন, ইসরায়েল তাদের ন্যায় যুদ্ধ চালিয়ে যাবে।
রায় ঘোষণার এক মাস পর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ইসরায়েল আইসিজের আদেশ মেনে চলার জন্য ন্যূনতম পদক্ষেপ নেয়নি।
এরপর থেকে দক্ষিণ আফ্রিকা গাজার সংকটজনক মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জরুরি নতুন পদক্ষেপের দাবি জানিয়ে কয়েকবার আইসিজেতে যায়। তাদের আবেদনের প্রেক্ষিতে গত মে মাসের শেষের দিকে আরেকটি রায় দেয় আইসিজে। তখন আদালত ইসরায়েলকে অবিলম্বে গাজার দক্ষিণ শহর রাফায় হামলা বন্ধ করার নির্দেশ দেয়। তবে আদালতের এই রায়ও উপেক্ষা করে ইসরায়েল।
এমন পরিস্থিতিতে আইসিজেতে জমা দেয়া আবেদনে বলিভিয়ার কথা হলো ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলমান এবং আদালতের আদেশগুলো ইসরায়েলের কাছে মূল্যহীন হয়ে পড়েছে। তাই এই মামলায় বলিভিয়া যুক্ত হতে চায়। কারণ দেশটি মনে করে এই গণহত্যা অপরাধের নিন্দা করার দায়িত্ব তাদের রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button