আন্তর্জাতিক

ইসরাইলে হামলার পর আনন্দ উদ্‌যাপন করেছে ইরানের মানুষ

নিজেদের ভূ-খণ্ড থেকে প্রথমবারের মতো সরাসরি ইসরাইলে হামলা চালিয়েছে ইরান।

শনিবার (১৩ এপ্রিল)  রাতে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এই হামলা সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরাইলের হমলার জবাব বলে জানিয়েছে দেশটি।

এদিকে ইসরাইলে হামলা চালানোর পর রোববার (১৪ এপ্রিল) সকালে আনন্দ মিছিল করেছে ইরানের জনগণ। খবর আল জাজিরার।
 
সকালে তেহরানে যুক্তরাজ্যের ‍দূতাবাসের সামনে জড়ো হয় ইরানের মানুষ। এ সময় তারা ইরানের পতাকা উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
 
তেহরানের ফিলিস্তিন স্কয়ারেও ঢল নামে সাধারণ মানুষের। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে চারপাশ। একজন সমর্থককে মোটরবাইকের পেছনে বসে হাওয়ায় পতাকা উড়াতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Back to top button