
ইসরাইলি হামলার মধ্যেই যুদ্ধের খবর জানাচ্ছে ১১ বছরের সুমাইয়া!
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ১১ বছর বয়সের শিশু সুমাইয়া উশাহ। বড় হয়ে সাংবাদিক হবে এটাই ছিলো স্বপ্ন। কিন্তু সে সময় পর্যন্ত আর অপেক্ষা করতে হয়নি তাকে। গাজায় ইসরাইলি বাহিনীর হামলার কারণে এ বয়সেই সে হাতে তুলে নিয়েছে মাইক, জীবন বাজি রেখে বিশ্ববাসীর সামনে ইসরাইলি বর্বরতার খবর তুলে ধরছে সুমাইয়া।
সম্প্রতি কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সুমাইয়া বলে, ‘‘আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে বাইরে বের হই। যুদ্ধের আগেও আমি সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতাম। বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করতে চাইতাম। সাংবাদিক শিরিন আবু আকলেহ আমার রোল মডেল। আমি নিজেকে তার মতো করে বিশ্বের সামনে প্রমাণ করতে চাই।’’
শিরিন আবু আকলেহ আল জাজিরার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন। তার নির্ভিক চরিত্রই সুমাইয়ার কাছে তাকে রোল মডেল করে তুলেছে।
ইসরাইলের বোমা হামলার মধ্যে বাইরে যেতে ভয় হয় কি না- এমন প্রশ্নের জবাবে সুমাইয়া বলে,‘‘আমি যখন বাইরে যাই, তখন আমার মা-বাবাকে বলি, আমি বাইরে যাচ্ছি। আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখি। আমি জানি যে, আমি যাওয়া বা আসার পথে কিংবা রিপোর্টিং করার সময়ও ইসরাইলের হামলার শিকার হতে পারি।’’
ইসরাইলের অব্যাহত হামলা ও নির্বিচার গণহত্যার মধ্যে রিপোর্টিং চালিয়ে যেতে বদ্ধপরিকর সুমাইয়া। এই দৃঢ় সংকল্পের কারণে সে বিশ্ববাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে ও প্রশংসা কুড়াচ্ছে।