Leadরাজকূট

ইশরাকের পোস্টে সারজিসের পাল্টা মন্তব্য

ঢাকা : বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ‘ছাত্র-জনতা’ বা ‘সমন্বয়ক’ পরিচয়ে লুটপাটকারীদের কঠোর হস্তে দমনের আহবান জানিয়েছেন।

বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টে এ আহবান জানান তিনি। ওই পোস্টে মন্তব্যে দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে তাদের দমনের আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

স্ট্যাটাসে ইশরাক লেখেন, ‘“ছাত্র-জনতা” অথবা “সমন্বয়ক” পরিচয়ে কিছু দূর্বৃত্ত দেশব্যাপী ডাকাতি, লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে। কখনও এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করছে এবং কখনও এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে। এদেরকে কঠোর হস্তে দমন করার আহবান জানাচ্ছি। অপরাধীদের পরিচয় একটাই সেটা হলো অপরাধী।

ইশরাক হোসেনের পোস্ট দেয়ার কিছুক্ষণ পরেই মন্তব্যের ঘরে কমেন্ট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সারজিস আলম লেখেন, একইভাবে যারা দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট করছে, তাদেরকেও কঠোর হস্তে দমন করতে হবে।

এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন ও এনসিপি নেতা সারজিসের পোস্ট ও রিপ্লাইতে অনেককে পক্ষে-বিপক্ষে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button