বিনোদনসাহিত্য ও বিনোদন

ইলিয়াসের বিরুদ্ধে এবার পর্নোগ্রাফি আইনে সুবাহ’র মামলা

অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ এবার গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনের বিরুদ্ধে, ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। মামলার অন্য আসামি হলেন কারিন নাজ।

বুধবার (১২ জানুয়ারি) বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শাহ হুমায়রা সুবাহ। আজ এ মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এজহারে বলা হয়, কারিন নাজ হলেন গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল।

এর আগে গত ৩ জানুয়ারি রাতে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা দায়ের করেন সুবাহ।

Related Articles

Leave a Reply

Back to top button